রাজনগরের রুহিদা গ্রামে দুই শতাধিক বছরের প্রাচীন নবান্ন উৎসবে বাসিন্দাদের উচ্ছ্বাস

Prathamalorbarta
By -
0

এই পুজো৷ প্রাচীন আচার ও রীতি মেনে আজও তা চলে আসছে৷ নবান্ন উৎসবকে ঘিরে বাসিন্দা ও ভক্তদের মধ্যে উচ্ছ্বাস রয়েছে যথেষ্ট৷ জানা গিয়েছে, অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষে একটা শুভ দিন দেখে এই উৎসব হয়। নবান্ন না হওয়া পর্যন্ত ওই পরিবারগুলির সদস্যরা কেউ নুতন ধানের কোন কিছু খান না। কয়েক বছর আগে এটাই গ্ৰামের বড়ো উৎসব ছিল কারণ তখন গ্ৰামে দুর্গাপুজো শুরু হয়নি৷ এবারও যাবতীয় আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে বলে জানান স্থানীয় বাসিন্দা ও ভক্তদের একাংশ৷



একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)