অমিতাভ বচ্চনের ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সেলেব অতিথি তালিকা নিয়ে বরাবরই কৌতূহল থাকে। ১৭তম মরশুমেও তার ব্যতিক্রম হয়নি! এবার কেবিসির হট সিটে বিগ বি’র মুখোমুখি দিলজিৎ দোসাঞ্ঝ। রিয়ালিটি শোয়ের বিশেষ পর্বে বিশেষ অতিথি হিসেবে দেখা যাবে ‘পাঞ্জাব দি পুত্তর’কে।
তবে এবার কেবিসিতে প্রতিযোগী হিসেবে গায়ক-অভিনেতার যোগ দেওয়ার নেপথ্যে রয়েছে বিশেষ একটি কারণ। দিলজিতের ইচ্ছে, কেবিসিতে জেতা পুরস্কারমূল্যের পুরোটাই তিনি দান করবেন মানবসেবায়। প্রসঙ্গত, সেপ্টেম্বর মাসের গোড়ার দিকে ভয়াবহ বন্যায় বিধ্বস্ত হয়েছে পাঞ্জাব। প্রকৃতির রুদ্ররোষ থামলেও ধ্বংসলীলার চিহ্ন এখনও ইতি-উতি ছড়িয়ে। কারও মাথার ছাদ উড়ে গিয়েছে, কেউ বা এখনও গৃহহীন। আবার কোনও কোনও এলাকায় জরুরী পরিষেবা পেতে গিয়েও বেগ পেতে হচ্ছে স্থানীয়দের। বন্যায় জেরে আবার কারও বা নষ্ট হয়েছে বিঘা বিঘা চাষের জমি। ফলত আর্থিক অনটনের সঙ্গে এখনও যুঝে চলেছেন পাঞ্জাবের বানভাসী একাধিক এলাকার মানুষেরা। সেসব বন্যার্তদের পাশে দাঁড়াতেই এবার কেবিসিতে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করতে চলেছেন দিলজিৎ দোসাঞ্ঝ।