প্রতিবন্ধী দিবসের দিন এক প্রতিবন্ধী ক্রিকেটার রানাঘাট থেকে ভারতীয় দিব্যাঙ্গ দলের সদস্য হয়ে জাতীয় চ্যাম্পিয়নশিপের জন্য ডাক পেয়েছিলেন বাংলা দলে

Prathamalorbarta
By -
0

বিশ্বপ্রতিবন্ধী দিবস ।

 প্রতিবন্ধী দিবসের দিন এক প্রতিবন্ধী ক্রিকেটার  রানাঘাট থেকে ভারতীয় দিব্যাঙ্গ দলের সদস্য  হয়ে জাতীয় চ্যাম্পিয়নশিপের জন্য ডাক পেয়েছিলেন বাংলা দলে। শুধু দলে নয় তিনি অধিনায়কও হয়েছিলেন।  এক সময়ে বাংলাদেশে, পাকিস্থান, দক্ষিণ আফ্রিকা দলের বিরুদ্ধে খেলেছে দেশের হয়ে। ভারতের জার্সি পরে ১২টা ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। 


 এখনো ৪৫বছরের সমরেশ বিশ্বাসের কাছে ক্রিকেট একটা অন্য ভালোবাসা প্রতিবন্ধী সমরেশ বিশ্বাসের ডান হাতের আঙ্গুল অক্ষমতা জীবন যাপনের ক্ষেত্রে অক্ষম হলেও মনের জোর আর ক্রিকেটের প্রতি অগাধ বিশ্বাস তাই তাকে অলরাউন্ডার ক্ষেত্রে অনেক উঁচু তে নিয়ে গেলেও স্থায়ী চাকরি পাইনি। আফসোস আছে। দরিদ্রতার বেড়া জালে আটকে রয়েছে এখনো। বাড়িতে মা, স্ত্রী, ছেলে দরিদ্রতা আধপেট খেয়েও এখনো স্বপ্ন দেখে যদি একটা চান্স পাই জাতীয় দলে যদি ভালো চাকরি হয় কিংবা স্থায়ী চাকরি। বর্তমানে সমরেশ কৃষি বিপণন দপ্তরে অস্থায়ী দশ বছর রাজ্যের রেগুলেটেড মার্কেটিং কমিটির নৈশ প্রহরী হিসাবে কাজ করছেন। কাজ স্থায়ী হয়নি দেশের হয়ে খেলেছে, বাংলার হয়ে খেলেও চাকরি স্থায়ী হয়নি তবে উচ্চ পদস্থ কর্মীরা আশ্বস্থ করেছে কিন্তু স্থায়ী চাকরি হয়নি। তাই দরিদ্রতা বয়ে বেড়াতে হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)