বালুরঘাটের রথতলার নাট্যকার মন্মথ রায় নাট্য ও সংস্কৃতি চর্চা
By -Prathamalorbarta
নভেম্বর ০২, ২০২৫
0
বালুরঘাটের রথতলার নাট্যকার মন্মথ রায় নাট্য ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের আর্ট গ্যালারিতে নৈবেদ্য আবৃত্তি ও শ্রুতি নাটক শিক্ষা কেন্দ্রের ৩২ তম বর্ষপূর্তি উপলক্ষে অধ্যক্ষ ভাস্কর মজুমদারের উদ্যোগে আজ সন্ধ্যায় বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়। বিজয়া সম্মিলনীতে নৈবেদ্যর শিক্ষার্থীরা ছড়া, একক কবিতা আবৃত্তি, সমবেত কবিতা আবৃত্তি, শ্রুতি নাটক, সংগীত ও নৃত্য পরিবেশন করে। আজকের এই অনুষ্ঠানে নৈবেদ্যর ১০০ জন শিক্ষাত্রী বিজয়া সম্মিলনীতে অংশগ্রহণ করে অনুষ্ঠানকে সার্থক করে তোলে। অনুষ্ঠানে সংস্থার শিক্ষার্থীদের অভিভাবকদের পাশাপাশি বহু সংস্কৃতিপ্রেমী উপস্থিত ছিলেন।