বালুরঘাট উনিশ নম্বর ওয়ার্ড মহিলা কমিটির এবছর চতুর্থ বর্ষের দুর্গাপুজোতে জেলার স্বনামধন্য শিল্পী ঋত্বিক সাহার ভাবনা ও রূপায়ণে "রূপং দেহী" - থিম ফুটে উঠবে।
বাংলার সাবেকিয়ানার মাঝে রং তুলির টানে বিভিন্ন শিল্পকলা ও কারুকার্যের মেলবন্ধনে আধুনিকতার ছোঁয়া লক্ষ্য করা যাবে এখানকার পুজোতে। পুজো মন্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে খিদিরপুরের প্রতিমাশিল্পী প্রদীপ পাল বাংলার সাবেকি ঘরনার মাতৃমূর্তি ফুটিয়ে তুলছেন।
আলোকসজ্জায় মৃদুল পাল এবং শব্দ পরিবেশনে মা মঙ্গলচন্ডী সাউন্ড। মন্ডপ সৃজনে বাপ্পা ডেকোরেটার্স। প্রতিবছরই এখানকার দুর্গাপুজোতে কিছু না কিছু নতুনত্বের চমক থাকে, সেই জন্য পুজোর দিনগুলোতে এখানে দর্শনার্থীদের ভিড় উপচে পড়ে।
এই সংস্থার দুর্গাপুজোর এখন শেষ পর্বের প্রস্তুতির কাজ চলছে জোড় কদমে, উল্টো রথযাত্রার দিন খুঁটি পুজোর মধ্য দিয়ে পুজোর প্রস্তুতি পর্ব শুরু হয়। মহাপঞ্চমীর দিন সন্ধ্যায় জেলার বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে পুজোর শুভ উদ্বোধন হবে।

