ভালোবেসে বিয়ে, আবার দুটি সন্তান এরপরেও স্বামীর সংসারে টিকতে পারলেন না এক গৃহবধু

Prathamalorbarta
By -
0

ভালোবেসে বিয়ে, আবার দুটি সন্তান। এরপরেও স্বামীর সংসারে টিকতে পারলেন না এক গৃহবধু।স্বামীর অসংখ্য অভিযোগ তার স্ত্রীর উপর।কখনো পরকীয়া, কখনো আবার সামাজিক মাধ্যমে, বিভিন্ন ছেলেদের সঙ্গে ছবি তুলে স্ট্যাটাস দেওয়া, এ সমস্ত বিরক্তিকর অভিযোগ গুলি তুলে তুলেছেন স্বামী। বন্ধুরা ক্যামেরার সামনে, যে ছেলেটিকে আপনারা দেখতে পারছেন তার নাম মাফিজুল মিয়া, বাবার নাম আব্দুল মান্নান, বাড়ি যাত্রাপুর থানাধীন বাঁশপুকুর বড়খলা এলাকা । মাফিজুল  মিয়া ২০২০ সালের মার্চ মাসে, ভালোবাসার মাধ্যমে বিয়ে করেন মেলাঘর থানা দিন বানিয়াছড়া বরডেপার আবুল হাশেমের মেয়ে কুলসুম বিবিকে। বর্তমানে তাতে দুটি সন্তান রয়েছে। যাদের বিয়ের বছর ছয় বছর। 

প্রথম অবস্থায় প্রেমের বিয়ে হলেও, মাফিজুলের স্ত্রী বাপের বাড়ির লোক তা গ্রহণ করে নি।বিয়ের তিন বছর পরে মাফিজুল বহিরাজ্য কর্মসংস্থানে চলে যান, সেখানে মোটামুটি ভালো বেতনে চাকরি করতেন মাফিজুল। কিন্তু তার স্ত্রী কুলসুম বিবি এই বেতনে, সংসারের কোন কিছু করা যাবে না, তাই তার স্বামীকে পরামর্শ দেন, বিদেশে চলে যাওয়ার জন্য, যথারীতি কুলসুম বিবির পরামর্শ শুনে স্বামী  মাফিজুল মালদ্বীপে চলে যান,বিদেশে যাওয়ার পর, কুলসুম বিবি বিভিন্ন অজুহাতে দেখিয়ে তার সন্তানদেরকে নিয়ে তার বাপের বাড়িতে চলে আসেন। আর বাপের বাড়িতে আসার পর কুলসুম বিবির আসল রূপ বেরিয়ে আসে। সে প্রতিনিয়ত ইনস্টাগ্রামে বিভিন্ন ভিডিও পোস্ট করতো, এবং বিভিন্ন ছেলেদের সঙ্গে কথাবার্তা বলতো। 

এই ঘটনা স্বামী মাফিজুলের মোবাইলে হঠাৎ একদিন ভেসে উঠলে, তখন এই ঘটনার কৈফিয়ত জানতে চাইলে কুলসুম বিবির কাছ থেকে এরপর থেকে শুরু হয়ে যায়, যতসব ঝামেলা, সামাজিক মাধ্যম কে প্রত্যাখ্যান করার পরামর্শ দিলে স্বামী তার স্ত্রীকে, যে উলটো স্বামীর উপর, এবং তার মা বাবার উপর নানাহু দোষ চাপিয়ে, এক পর্যায়ে স্বামীর মুখের উপর বলে, সে আর সংসার করবে না। অভিযোগ করেন স্বামী মাফিজুল,একসময় সে আমাকে ভালবেসে বিয়ে করে, এখন কুলসুম বিবি বলছে তার স্বামীর সঙ্গে নাকি তার কোন দিক থেকে মানানসহি হয় না। 

সংসারটা মোটামুটি ভালোই ছিল, কিন্তু স্বামী বিদেশ যাওয়ার পর কুলসুম বিবি সামাজিক মাধ্যমে একটিভ হওয়ার পর থেকে তাদের সংসারে অশান্তি শুরু হয়। এই নিয়ে একটি সালিশি সভা হয়, যেখানে সালিশি সভা কুলসুম বিবি সরাসরি বলে দেন, সে তার স্বামীর ঘরে সংসার করবে না। সালিশি সভা একটি সিদ্ধান্ত হয়, যে দুজন দুজনকে, কোর্টে গিয়ে ডিভোর্স দিয়ে দেবে। কিন্তু কোর্টে যাওয়ার পর, কুলসুম বিবির স্বামী  মাফিজুল মিয়া ডিভোর্স পেপারে সই না দিয়ে  পালিয়ে যান। এমনটা অভিযোগ রয়েছে। মাফিজুল কে এ বিষয়ে প্রশ্ন করা হলে, মাফিজুল বলেন, আমার প্রায় ১০ লক্ষ টাকার উপরে আমার শ্রী কুলচুম বিবি আমার বিদেশী টাকার আত্মসাৎ করেছে, আমি এই টাকার হিসাব এবং সেই টাকা আমাকে দিতে হবে ,এই বিষয়ে স্বামী মাফিজুল মিয়া মেলাঘর থানায় একটি লিখিতভাবে মামলা করেন, তার স্ত্রীর বিরুদ্ধে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)