বাড়িতে একাই থাকতো। দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। অবশেষে নিজের ঘরেই মানসিক অবসাদে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী এক যুবক। ঘটনাটি নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়া প্রফুল্লনগর এলাকার।
ওই যুবকের নাম কমল বিশ্বাস বয়স আনুমানিক ৩৫ বছর। সূত্রের খবর তার আত্মীয়রা সব দূরে থাকতেন। তিনি বিবাহ না করার কারণে একাই বাড়িতে থাকতেন। তিনি নাম সংকীর্তন করতেন বলে জানা গেছে। তবে দীর্ঘদিন একা থাকার কারণ এবং শারীরিক অসুস্থতার কারণে মানসিক অবসাদে এই ঘটনা ঘটিয়েছে বলে সূত্রের খবর। খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে নিয়ে আসে এবং আগামীকাল মৃতদেহটি মহিলা তদন্তের জন্য রানাঘাট মহাকুমা হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলেই পুলিশ জানতে পারবে মৃত্যুর আসল কারণ কি।

