দিনের বেলায় ঘরে ঢুকে আলমারি ভেঙ্গে নগদ টাকা সহ স্বর্নালংকার চুরি করে নিয়ে যায় চোরেরা

Prathamalorbarta
By -
0

দিনের বেলায় ঘরে ঢুকে আলমারি ভেঙ্গে নগদ টাকা সহ স্বর্নালংকার চুরি করে নিয়ে যায় চোরেরা। এই ঘটনায় গোটা শহর এলাকায় তীব্র আতংক বিরাজ করছে। ঘটনা কৈলাসহর শহরের গোবিন্দপুর এলাকায়। ঘটনার তদন্তে নেমেছে কৈলাসহর থানার পুলিশ। উল্লেখ্য,  কৈলাসহর পুর পরিসদের বারো নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর এলাকার স্থায়ী বাসিন্দা অভিজিৎ রায়। গোবিন্দপুর এলাকার যে অংশে অভিজিৎ রায়ের বাসভবন রয়েছে সেই জায়গায় প্রচুর ঘনবসতি রয়েছে। 

অভিজিৎ রায় এবং উনার স্ত্রী দুজনেই সরকারি কর্মচারী। উনাদের একমাত্র ছেলে দেরাদুনে থেকে পড়াশোনা করছে। একমাত্র ছেলে পড়াশোনার জন্য বহিঃরাজ্যে থাকার ফলে বাড়িতে শুধুমাত্র অভিজিৎ রায় এবং উনার স্ত্রী দুজনেই থাকেন। প্রতিদিনের মতো এগারো ডিসেম্বর বৃহস্পতিবার সকাল দশটায় অভিজিৎ রায় এবং উনার স্ত্রী দুজনেই বাড়ি তালাবন্ধী করে যে যার অফিসে চলে যান। বিকেলে অভিজিৎ বাবু বাড়িতে এসে দেখেন উনার ঘরের জ্বানালা ভাঙ্গা এবং ঘরের সমস্ত গডরেজ ভাঙ্গা। ঘরের সমস্ত জিনিসপত্র এলোমেলো। এসব দেখে অভিজিৎ রায় পাশের বাড়ির লোকজনদের ডাকাডাকি করে বাড়িতে আনেন। সাথে সাথেই কৈলাসহর থানায় খবর দেওয়া হয়। খবর পেয়েই কৈলাসহর থানার পুলিশ অফিসার কিঙ্কর পালের নেতৃত্বে বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে। ঘটনার ব্যাপারে অভিজিৎ রায় জানান যে, ঘরের ভিতরে থাকা গডরেজ গুলো ভেঙ্গে নগদ প্রায় চল্লিশ হাজার টাকা এবং স্বর্নালংকার চুরি করে নিয়ে যায়। তবে চুরি হওয়া স্বর্নালংকার গুলো অভিজিৎ রায়ের বিয়ের স্বর্নালংকার বলে নিজেই জানান।তবে, এত ঘনবসতির মধ্যে এভাবে চুরি হয়ে যাবে তা উনি কখনোই ভাবতে পারেননি বলেও জানান

তবে, বিগত প্রায় আট মাস পূর্বে দিনের বেলায় অভিজিৎ রায়ের বাড়ির পিছন দিকে এক চোর বাড়িতে ঢুকার চেষ্টা করেছিলো। সেইসময় পাশের বাড়ির মহিলা এই দৃশ্য দেখেই চিৎকার দিতেই চোর পালিয়ে যায়। সেইদিনও অভিজিৎ রায় এবং উনার স্ত্রী অফিসে ছিলেন এবং ঘর তালাবন্ধী ছিলো। এভাবে একের পর এক খোদ কৈলাসহর শহর এলাকায় রাতের অন্ধকারে চুরির পর এবার দিনের বেলায় চুরি কান্ড ঘটার ফলে গোবিন্দপুর এলাকা সহ গোটা কৈলাসহর শহর এলাকায় তীব্র আতংক বিরাজ করছে এবং শহরবাসীর নিরাপত্তা নিয়েও বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)