তৃণমূলের রদবদলের মধ্য দিয়ে শুরু হয়ে গেল ২৬ এর বিধানসভা নির্বাচনের ভোটের রণকৌশল, বিজেপিকে ধরাশায়ী করে হেরে যাওয়া বিধানসভা দখলে নেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন প্রবীণ তৃণমূল নেতৃত্ব,আমি দলের কর্মী হিসাবে প্রস্তুত আছি, দল আমাকে যেভাবে কাজ করতে বলবে আমি সেভাবেই কাজ করব। এমনই বার্তা দিলেন নদীয়ার রানাঘাট উত্তর-পশ্চিম কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তথা তিনবারের পঞ্চায়েত সমিতির সভাপতি তাপস ঘোষ। এদিন ফুলিয়ায় এক সংবর্ধনার অনুষ্ঠানে আসেন রানাঘাট দক্ষিন সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তাপস ঘোষ। এবছর তৃণমূলের রাজ্যস্তর থেকে জেলাস স্তর এমনকি ব্লক স্তর পর্যন্ত পরিবর্তন আনা হয়েছে।
তৃণমূল সূত্রে খবর পুরনোদের দলে ফেরাতে নতুন এবং পুরনোদের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে। যার মধ্যে অন্যতম তৃণমূল কংগ্রেসের দখলে থাকা রানাঘাট উত্তর-পশ্চিম বিধানসভা একুশে হারাতে হয়েছে, শুধু তাই নয় রানাঘাট উত্তর-পশ্চিম বিধানসভা কেন্দ্রের মধ্যে টাউনসিপ গ্রাম পঞ্চায়েত ও নদীয়ার শান্তিপুর পঞ্চায়েত সমিতি হাতছাড়া হয়েছে তৃণমূলের। তবে কি দলে যাদের দায়িত্ব দেওয়া হয়েছিল সেখানে কি কোন খামতি ছিল, উঠছে প্রশ্ন। যদিও এবার অনেকটাই রদ বদল করা হয়েছে। রানাঘাট উত্তর-পশ্চিম কেন্দ্রের শান্তিপুর ব্লক বি সভাপতি পদে নতুন মুখ আনা হয়েছে তিনি ছিলেন টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান উৎপল বসাক। যুব সভাপতি পদে নতুন মুখ আনা হয়েছে রাজকুমার ঘোষ এবং INTTUC ব্লক বি পদে বসানো হয়েছে অজয় ঘোষ কে, পাশাপাশি SC /OBC ব্লকের দায়িত্ব দেওয়া হয়েছে সুদীপ প্রামাণিক কে। যদিও তাপস ঘোষ দাবি করেন, সবাই যদি সঙ্ঘবদ্ধভাবে লড়াই করে তাহলে হয়তো আমাদের এই বিধানসভা পুনরুদ্ধান করা সম্ভব। পাশাপাশি রানাঘাট সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তাপস ঘোষ বলেন, আমি প্রস্তুত আছি , দলের কর্মী হিসাবে দল আমাকে যেভাবে দায়িত্ব দেবে আমি সেই নির্দেশ মেনে কাজ করব। যদিও এই প্রসঙ্গে বিজেপির দাবি তৃণমূল শস্যের মধ্যে ভূত দেখছে। গোটা রাজ্যে পরিবর্তন আসবে আমরা এই বিধানসভা নিয়ে কি বলবো ! রানাঘাট উত্তর-পশ্চিম বিধানসভা বিজেপির দখলে আছে এবং আগামী দিনেও থাকবে। তবে বর্তমানে রানাঘাট উত্তর-পশ্চিম বিধানসভা নিয়ে প্রবীণ তৃণমূল নেতৃত্ব তাপস ঘোষ ছুড়ে দিলেন চ্যালেঞ্জ, তার দাবি ২০২৬ এর বিধানসভা নির্বাচনে তৃণমূল দখলে রাখবে এই বিধানসভা।
