নদীয়া রাজ্যের মুখ্যমন্ত্রী মামতা বন্দ্যোপাধ্যায়ের আন্তরিক প্রচেষ্টায় এবং পৌর ও নগর উন্নয়ন দপ্তরের সহয়তায় রানাঘাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে বেলতলায় রানাঘাট পৌরসভার উপপৌরপতি আনন্দ দের উদ্যোগে সহচর উদ্যান এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হলো শুক্রবার রাতে। 45 লক্ষ টাকা ব্যয়ে এই নব নির্মিত পার্ক টি নতুন বছরের রানাঘাট বাসীর জন্য উপহার।
নবমতম এই প্রয়াস রানাঘাটবাসী কে উপহার তুলে দেওয়া হলো। বর্তমানে সর্বত্রে কংক্রিট এর মধ্যে থেকে শহর অঞ্চলে সবুজআয়ন খুব প্রয়োজন আর সেই জন্য এই ওয়ার্ডে কচিকাঁচা দের খেলার জায়গা এবং বিভিন্ন ধরণের ছোট অনুষ্ঠান করার জন্য ৫নম্বর ওয়ার্ডে রানাঘাটে সহচর উদ্যান তৈরি হলো।

