মাহান্তপাড়া আদিবাসী পাড়ায় হঠাৎ অভিযান ময়ূরেশ্বর থানা পুলিশের

Prathamalorbarta
By -
0

ময়ূরেশ্বর থানা পুলিশের ফের মানবিক মুখ। এদিন দুপুরে ময়ূরেশ্বর থানার উদ্যোগে এবার সমাজে পিছিয়ে পড়া দুস্থ গরিব মানুষদের পাশে দাঁড়ালেন ময়ূরেশ্বর থানার পুলিশ প্রশাসন। বীরভূমের ময়ূরেশ্বর থানার অন্তর্গত মাহান্তপাড়ায় আদিবাসী সম্প্রদায়ের ছেলে মেয়ে ও বয়স্কদের পাশাপাশি দুস্থ মানুষদেরও শীত বস্ত্র প্রদান করলেন ময়ূরেশ্বর থানার পুলিশ।

শুধু শীতবস্ত্র প্রদানই নয়, শীত বস্ত্র প্রদানের পাশাপাশি তাদের দুপুরে খাওয়া-দাওয়ার ও ব্যবস্থা করা হয় পুলিশের উদ্যোগে। তবে শুধুই কি শীত বস্ত্র প্রদান, না এখানেই থেমে থাকেননি থানার বর্তমান ওসি। তিনি কখনো দুস্থ বাচ্চাদের নিয়ে থানার মধ্যেই পঠন পাঠনের ব্যবস্থা করেছেন, তো আবার বিশেষ উৎসব গুলিতে দুস্থ বাচ্চাদের নিয়ে ঘুরতে যাওয়ারও ব্যবস্থা করেছেন তিনি। এ যেন এক অন্য মানবিক মুখ ময়ূরেশ্বর থানা পুলিশের।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)