রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে নজর কাড়লেন আলিয়া ভাট!

Prathamalorbarta
By -
0

সৌদি আরবের রেড সি ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেটে আলিয়া ভাট। কালো ফ্লোয়ি গাউনে নায়িকার উপস্থিতি নজর কেড়েছিল সকলের। গ্ল্যামারাস ইলেগেন্সে ভর করে তিনি জানান দিলেন, কেন আন্তর্জাতিক মঞ্চেও বলিউডের 'বিগ ফেস' তিনি রেড সিতে সংবাদমাধ্যমের মুখোমুখি আলিয়া। নিজের কেরিয়ার প্রসঙ্গে এদিন তিনি বলেন, “আগে আমি খুব উদ্যমী ছিলাম, সব করতে চাইতাম। এখনও উৎসাহী, তবে পদ্ধতি অনেক বেশি শান্ত।” ইমতিয়াজ আলির ‘হাইওয়ে’-কে নিজের ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড় বলেও উল্লেখ করেন অভিনেত্রী। এদিন আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল তার আসন্ন স্পাই থ্রিলার ‘আলফা’—ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের প্রথম নারী-কেন্দ্রিক ছবি। শর্বরী ও ববি দেওলের সঙ্গে দেখা যাবে আলিয়াকে। মুক্তি আগামী বছর এপ্রিলে। আলিয়া আরও জানান, “পুরুষ-কেন্দ্রিক স্পাই ইউনিভার্স যেমন সুপারহিট হয়েছে… নারী-কেন্দ্রিক ছবির জন্য এই ঝুঁকি বড়। কিন্তু আমি প্রস্তুত।”



একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)