মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা শেষ হতেই তিন গৃহবধুর সোনার হার ছিনতায়ের ঘটনায় থানায় অভিযোগ দায়ের। মুখ্যমন্ত্রীর সভায় যোগ দিতে এসে সর্বস্ব খোয়ালেন ওই তিন গৃহবধূ। নদীয়ার ভীমপুর থানার এলাকার তিন মহিলা এসেছিলেন মুখ্যমন্ত্রীর জনসভায় যোগদান দিতে, তারপরেই ঘটল দুঃসাহসিক চুরির ঘটনা।
মুখ্যমন্ত্রীর সভা শেষ হতেই গলা থেকে সোনার চেইন নিয়ে চম্পট দেয় চোর। উল্লেখ্য গতকাল নদীয়ার কৃষ্ণনগর গভমেন্ট কলেজের মাঠে জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জনসভা শেষ হতেই হঠাৎ তিন তিনটি মহিলার উচ্ছশ্বর শোনা যায়, অভিযোগ গলা থেকে শোনার চেইন ছিনতাই করে চোরেরা। যদিও পুলিশের তরফ থেকে নিরাপত্তা জোরদার থাকলেও পুলিশের চোখে ধুলো দিয়ে কিভাবে এই ধরনের চিন্তাই এর ঘটনা ঘটলো এই নিয়ে উঠছে প্রশ্ন। যদিও জেলা তৃণমূলের পক্ষ থেকে অত্যন্ত গুরুত্ব দিয়ে খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়। শুক্রবার নদীয়ার কৃষ্ণনগর কোতোয়ালী থানায় অভিযোগ দায়ের করা হয়, অভিযোগের ভিত্তিতে তদন্ত চালাচ্ছে পুলিশ। যদিও সোনার অলংকার খোয়া যাওয়া গৃহবধূদের দাবি, তারা বুঝতেই পারেননি তাদের সাথে ঘটবে এই ধরনের ঘটনা। এখন কি করবেন কিভাবে সোনার হার ফিরে পাবেন এটা নিয়ে রয়েছে চোখে মুখে আতঙ্কের ছাপ। এখন দেখার এই ঘটনায় কি পদক্ষেপ নেয় প্রশাসনিক মহল।

