জেলার রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভার তাহেরপুর ময়দানে জনসভা আসছেন 20 এ ডিসেম্বরে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজী। নদীয়া জেলা দিয়ে নরেন্দ্র মোদীজী প্রচার শুরু করছেন বিধানসভা নির্বাচনের আগে। শুক্রবার নদীয়া জেলার তাহেরপুরে মাঠ পর্যবেক্ষণ করতে আসেন সুনীলবনশনজী, মঙ্গলপান্ডেজী, রাজ্যের জেনারেল সেক্রেটারি জগন্নাথ চট্টোপাধ্যায়। তারা জনসভা মাঠ ও হেলিপ্যাড পরিদর্শন করেন সেই সঙ্গে রানাঘাট উত্তরপশ্চিম বিধানসভার বিধায়ক পার্থ সারথি চট্টোপাধ্যায় যার বিধানসভায় প্রধানমন্ত্রীর জনসভা হবে সেই সঙ্গে বিধায়ক বঙ্কিম ঘোষ, বিধায়ক অসীম বিশ্বাস সহ রানাঘাট দক্ষিণ বিজেপি সভানেত্রী অপর্ণা নন্দী এবং স্থানীয় নেতৃত্ব উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে প্রতিটি কর্মী স্থানীয় নেতৃত্ব ও জেলার ঊর্ধ্বতন নেতৃত্বরা ভীষণ ভাবে উৎসাহিত। প্রধান মন্ত্রী আসছেন জনসভা করতে তাই সকলে উৎসাহিত হয়ে সমাবেশ সফল করতে উৎসাহিত। নদিয়াতে বৃহস্পতিবার কৃষ্ণনগরে সভা করে গেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূলের সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় । ডিসেম্বর যেতে না যেতেই দেশের প্রধানমন্ত্রী নদিয়াতে জনসভা করতে আসছেন। বিধানসভা ভোটের আগে নদীয়া জেলা যে পাখির চোখ হিসাবে ধরছেন বিজেপির নেতৃত্ব রা সেই বিষয়ে সন্দেহ নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজী কি বার্তা দেন কর্মীদের উদ্দেশ্যে কি বলেন সেই দিকে তাকিয়ে আছেন সবাই।
রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভার তাহেরপুর ময়দানে জনসভা আসছেন 20 এ ডিসেম্বরে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজী
By -
ডিসেম্বর ১২, ২০২৫
0
Tags:

