বিধানসভা নির্বাচনের আগে জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Prathamalorbarta
By -
0

বিধানসভা নির্বাচনের আগে জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, চলছে জোড় কদমে প্রস্তুতি, রবিবার মাঠ পরিদর্শনে, এডিজি সাউথ বেঙ্গল সহ উদ্বোধন কর্তৃপক্ষরা।

নদীয়া জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আগামী ডিসেম্বরেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে একটি জনসভা করবেন। এই সম্ভাব্য জনসভাকে ঘিরে নিরাপত্তা ও প্রস্তুতি পর্যালোচনার জন্য শনিবার কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে পরিদর্শনে আসেন পুলিশের ADG সাউথ বেঙ্গল, সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা।

মাঠ পরিদর্শনকালে পুলিশ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা মঞ্চস্থাপনা, ভিড় নিয়ন্ত্রণ, প্রবেশ ও নির্গমন পথসহ নিরাপত্তা-সংক্রান্ত বিভিন্ন দিক খতিয়ে দেখেন। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।পরিদর্শন শেষে পুলিশ জানায়, মুখ্যমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে সবদিকেই কড়া নজর রাখা হচ্ছে, যাতে অনুষ্ঠানে কোনোরকম নিরাপত্তাজনিত ত্রুটি না থাকে। জেলা প্রশাসন ও পুলিশ যৌথভাবে শীঘ্রই প্রস্তুতিমূলক বৈঠকও করবে বলে জানা গেছে।আগামী ডিসেম্বরের জনসভাকে কেন্দ্র করে এখন থেকেই কৃষ্ণনগর শহরজুড়ে উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)