রানাঘাট জিআরপি মোড়ে রানাঘাট শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো মঙ্গলবার রাতে। এসআই আর এর প্রতিবাদে।
এই দিন প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তি, রানাঘাট জেলার তৃণমূলের সভাপতি দেবাশীষ গাঙ্গুলি, রানাঘাট পৌরসভার পৌরপতি কোশলদেব বন্দ্যোপাধ্যায়, উপপৌরপতি আনন্দ দে, নব নিযুক্তরানাঘাট শহর তৃণমূলের সভাপতি আসিত দত্ত, রানাঘাট যুবতৃণমূলের সভাপতি জয়দ্বীপ দত্ত সহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সহ কর্মী সমর্থক