সাধারণের কথা ভেবে স্টেট জেনারেল হাসপাতালে শুরু হল পাঁচ টাকার প্রকল্প

Prathamalorbarta
By -
0

সাধারণের কথা ভেবে স্টেট জেনারেল হাসপাতালে শুরু হল পাঁচ টাকার প্রকল্প, মা কেন্টিনে মিলবে ভাত, ডাল সবজি সহ ডিমের তরকারি, স্বাভাবিকভাবে খুশি, রোগী পরিবাররা।নদীয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চালু হল মা ক্যান্টিন পরিষেবা।

৫ টাকায় মিলবে, ভাত ডাল একটি সবজি সহ ডিমের তরকারি। বেলা ১২ টা থেকে তিনটে পর্যন্ত চালু থাকবে এই পরিষেবা। এর আগে শান্তিপুরে পৌরসভার সামনে মা ক্যান্টিন চালু হলেও হাসপাতালে ছিল না এই প্রকল্পের সুবিধা। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ডিসেম্বর থেকে চালু হয়ে গেল পাঁচ টাকার পরিষেবা। উদ্বোধন করলেন শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ। উপস্থিত ছিলেন শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। চেয়ারম্যান সুব্রত ঘোষ বলেন আপাতত অস্থায়ীভাবে চালু হলো এই পরিষেবা। পরবর্তীকালে একটি জায়গা নির্দিষ্ট করা হয়েছে সেখানেই পাকাপোক্ত করে স্থায়ীভাবে পরিষেবা পাওয়া যাবে। শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে আসা বিভিন্ন রোগীর পরিবার এবং টোটো চালক ও অ্যাম্বুলেন্স চালকদের কথা মাথায় রেখে এই পরিষেবার উদ্বোধন বলে জানান তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)