মহেশের মানবিক উদ্যোগে বাঁচলো একটি বৃদ্ধের প্রাণ

Prathamalorbarta
By -
0

বালুরঘাটের বড় বাজারে ৭ই ডিসেম্বর রবিবার সকালে কাজল হোটেল এলাকাতে বসবাসকারী জীতেন মহন্ত নামে ৮৮ বছর বয়সী এক বৃদ্ধ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন, বালুরঘাট পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি মহেশ পারখ এই ঘটনাটি জানতে পারেন। 

মহেশ বাবু বিষয়টি জানার পর তৎক্ষণাৎ সেই স্থানে ওয়ার্ডের কর্মীদের পাঠান, জীতেন বাবুর শারীরিক অবস্থার অবনতি দেখে  অ্যাম্বুলেন্সে করে ওয়ার্ড কর্মীদের সহায়তায় বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি করান। পরবর্তীতে মহেশ বাবু ও তার ওয়ার্ডের কর্মীরা খোঁজ নিয়ে দেখেন বালুরঘাট জেলা হাসপাতালের চিকিৎসায় জীতেন বাবু আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)