ট্যাপডোর অ্যাপ বিষয়ে ওরিয়েন্টেশন কর্মশালা

Prathamalorbarta
By -
0

হিলি, ৩ ডিসেম্বর ২০২৫ : উজ্জীবন সোসাইটি, তিওড়–হিলি, দক্ষিণ দিনাজপুরের উদ্যোগে আজ বিকেল ২টায় কিষাণ মান্ডিতে ট্যাপডোর অ্যাপ সম্পর্কিত একটি ওরিয়েন্টেশন কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। 

কর্মশালার মূল উদ্দেশ্য ছিল তরুণ প্রজন্মকে কর্মমুখী করে তোলা, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের সুবিধা তুলে ধরা এবং অনলাইন মাধ্যমে কীভাবে আয় ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করা সম্ভব তা বিশদভাবে ব্যাখ্যা করা।সঞ্চালনায় ছিলেন উজ্জীবন সোসাইটির সম্পাদক সুরজ দাস। তিনি ট্যাপডোর অ্যাপের বৈশিষ্ট্য, ব্যবহারযোগ্যতা ও সুবিধার পাশাপাশি ডিজিটাল অ্যাক্সেসিবিলিটি, আধুনিক পরিষেবা প্রদান এবং কমিউনিটি আউটরিচে এর সম্ভাবনা তুলে ধরেন। তিনি জানান, “অনলাইন ভিত্তিক এই অ্যাপ বিপুল কর্মসংস্থানের পথ তৈরি করতে পারে। তরুণদের ডিজিটাল মাধ্যমে যুক্ত করার লক্ষ্যেই এই কর্মশালার আয়োজন।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৌশিক তালুকদার, রেজা ভাই, সুমন চক্রবর্তী, শিশির বিশ্বাস, শুভঙ্কর রায়, অমল মণ্ডল, পরিমল মাহাতো সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। তাঁদের মূল্যবান মতামত ও উৎসাহ কর্মশালাটিকে আরও সমৃদ্ধ করেছে। সক্রিয় অংশগ্রহণ, তাৎপর্যপূর্ণ আলোচনা এবং হাতে-কলমে প্রদর্শনের মাধ্যমে কর্মশালাটি অত্যন্ত প্রাণবন্ত হয়ে ওঠে। অংশগ্রহণকারীরা নতুন ডিজিটাল কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করেন। সামগ্রিকভাবে, এদিনের সেশনকে অত্যন্ত ফলপ্রসূ ও আকর্ষণীয় বলে মনে করেন সকল উপস্থিতি।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)