প্রতিবন্ধী দিবসে আজ প্রতিবন্ধীদের মুখে হাসি ফোটালো শেওড়াফুলির মঞ্জুর।

Prathamalorbarta
By -
0

আমাদের প্রতিনিধি সরাসরি চলে গেছিল হুগলি জেলার শেওড়াফুলি ফাঁড়ি সামনে আই এন টি টি ইউ সির সভাপতি মোহাম্মদ মনজুর এর কাছে। 

আজ এখানে দেখা গেল প্রতিবন্ধী দিবসে প্রতিবন্ধী ভাই বোন এবং দাদা দিদিদের মুখে হাসি ফুটিয়ে রাখল শীতকালের সকালবেলায় মোহাম্মদ মঞ্জুর।

যেহেতু আজ বিশ্ব প্রতিবন্ধী দিবস সেই কারণে আজ তাদের হাতে শীতকালের জন্য কম্বল এবং দুপুরবেলায় লাঞ্চ করবার জন্য বিরিয়ানি তুলে দিল আইএনটিটিইউ সির সভাপতি মোহাম্মদ মঞ্জুর। এখানে উল্লেখযোগ্যভাবে উপস্থিত ছিলেন চাপদানি বিধানসভার বিধায়ক অরিন্দম গুইন থেকে বৈদ্যবাটি পৌরসভার পৌরপিতা পিন্টু মাহাতো ও তাপস দাস সহ বিভিন্ন তৃণমূল কংগ্রেসের নেতারা। আমাদের চ্যানেলের পর্দায় সরাসরি আইএনটিটিইউসির সভাপতি মোহাম্মদ মঞ্জুর কি বললেন, আসুন আমরা একবার শুনে নেব তার মূল্যবান কথা। শেওড়াফুলি থেকে রিপোর্ট অমল চ্যাটার্জি, প্রথম আলোর বার্তা পর্দা থেকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)