জগন্নাথ ধামে এবার বসে ভোগ খাওয়ার ব্যবস্থা

Prathamalorbarta
By -
0

ভক্তি ও শান্তির মেলবন্ধনে দিঘা জগন্নাথ ধাম বর্তমানে ধর্মীয় মানুষের মনে স্থান করে নিয়েছে।উদ্বোধনের পর থেকে জগন্নাথ দর্শনে কাতারে কাতারে মানুষ ভিড় জমাচ্ছেন বালু ভূমির তীর্থক্ষেত্রে।সেখানেই এবার চালু হয়ে গেল বসে ভোগ খাওয়ার ব্যবস্থা।নতুন বছরের আগে ধর্ম প্রেমী মানুষের জন্য এক বাড়তি উপহার বলে মনে করছেন অনেকেই।এতদিন জগন্নাথ ধামে ভক্তদের শুকনো প্রসাদ কিনে বাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা ছিল।দুপুরের মহাপ্রসাদের জন্য বুকিং করতে হতো আগে থেকে।তবে সেই মহাপ্রসাদ মন্দিরে বসে খাওয়ার কোনোরকম ব্যবস্থা ছিল না।


গত রবিবার থেকে মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে ভক্তদের জন্য এবার মন্দিরেই বসে মহাপ্রসাদ গ্রহণের ব্যবস্থা করা হল।জানা গেছে,একেবারে আধ্যাত্মিক পরিবেশে মন্দিরের সামনে বসে এই মহা প্রসাদ গ্রহণের জন্য আগে থেকে বুকিং করতে হবে।সেজন্য মন্দির কর্তৃপক্ষের ৯০৫৯০৫২৫৫০ এই নম্বরে সকালের মধ্যে বুকিং করতে হবে।সকালের প্রাতঃরাশের জন্য আগের দিন রাতের মধ্যে বুকিং করতে হবে।এছাড়াও সন্ধ্যায় মহাপ্রসাদ গ্রহণের জন্য সেই দিন বিকেলের মধ্যে বুকিং করতে হবে।দুপুরের মধ্যাহ্ন ভোজের তালিকায় থাকছে মোট আট রকমের পদ।সেখানে পোলাও, খিঁচুড়ি, সাদা ভাত সহ থাকছে বিভিন্ন রকমের সবজি ও মিষ্টান্ন।রবিবার প্রথম দিনে মোট ৫৬জন ভোগ প্রসাদ গ্রহণ করেন সোমবার প্রসাদ গ্রহণ করেন ১০০জন।একসাথে ২০০ জন ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন।সেজন্য মোট ৫০ টি টেবিলের ব্যবস্থা করা হয়েছে মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে। অন্যান্য বছর ডিসেম্বর এবং জানুয়ারি মাসে পর্যটকে পরিপূর্ণ থাকে দিঘা।তবে জগন্নাথ ধাম উদ্বোধনের পর থেকেই দিঘার আকর্ষণ কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে।তাই চলতি ডিসেম্বর এবং জানুয়ারিতে যে অন্যান্য বছরের থেকে বাড়তি ভিড় জমবে তা আর বলার অপেক্ষা রাখে না।জগন্নাথ ধাম ট্রাস্টের সদস্য রাধারমন দাস বলেন, “এবার থেকে মন্দিরের ভেতরেই আধ্যাত্মিক পরিবেশে  প্রভু জগন্নাথের ভোগ গ্রহণ করতে পারবেন ভক্তরা।চাহিদা মতো আগামী দিনে কারো পরিকাঠামো বৃদ্ধি করা হবে।”

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)