বিধায়ক মদন মিত্র। আর তাই বিধায়ককে জন্মদিনের শুভেচ্ছা জানাতে এদিন এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন

Prathamalorbarta
By -
0

আলো। বাজনা। বাজি প্রদর্শনী। গান বাজনা। আর এই সবটাই একজনকে ঘিরে। সে হলো বিধায়ক মদন মিত্র। আর তাই বিধায়ককে জন্মদিনের শুভেচ্ছা জানাতে এদিন এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে কামারহাটি অটো অপারেটস ইউনিয়নের সদস্যরা।

আনিসুর রহমানের তত্ত্বাবধানে এদিন বিধায়ককে বিশেষ ভাবে জন্মদিনের সারপ্রাইজ দেওয়া হয়। কেক কেটে বাজি প্রদর্শনীর মাধ্যমে এদিন অনুষ্ঠান প্রাঙ্গণ সেজে ওঠে। এর পাশাপাশি বিধায়ক মদন মিত্রের জন্মদিন উপলক্ষ্যে এলাকার ১৫ হাজারের বেশি মানুষের জন্যে রয়েছে মধ্যাহ্নভোজের ব্যবস্থাপনা। মেনুতে রয়েছে চিকেন বিরিয়ানি। আমাদের কাছে জননেতা নয় বন্ধুর মত বিধায়ককে পাই। এইভাবেই সারাজীবন আমাদের মাঝে থাকুক তিনি এমনই কামনা তার ভক্তদের।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)