দীর্ঘ প্রায় সাড়ে তিনশো বছরের ধর্মীয় ঐতিহ্য-পরম্পরা মেনে এবারও শ্রীশ্রী রক্ষাকালীমাতার পুজো আরাধনা হয়ে গেল মালদার মানিকচক ব্লকের মথুরাপুরে। প্রথা মেনে মঙ্গলবার অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের পুণ্যতিথিতে মথুরাপুর কাহারপাড়ায় শ্রীশ্রী রক্ষাকালীমাতার পুজো অনুষ্ঠিত হয় মহা ধুমধামে। পুজোকে ঘিরে দূর-দূরান্ত থেকে অসংখ্য ভক্ত সমাগম ঘটে। যাকে কেন্দ্র করে উৎসব মুখরিত হয়ে ওঠে গোটা মথুরাপুর এলাকা।
দীর্ঘ প্রায় সাড়ে তিনশো বছরের ধর্মীয় ঐতিহ্য-পরম্পরা মেনে এবারও শ্রীশ্রী রক্ষাকালীমাতার পুজো আরাধনা হয়ে গেল মালদার মানিকচক ব্লকের মথুরাপুরে
By -
ডিসেম্বর ১১, ২০২৫
0
Tags:

