বালুরঘাট হাই স্কুল ময়দানে ১২ ই ডিসেম্বর শুক্রবার বিকাল থেকে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে গ্রামীণ জীবিকা মিশন ''আনন্দধারা'' - কার্যক্রমের অর্থানুকূল্যে এবং দক্ষিণ দিনাজপুর জেলা মিশন ম্যানেজমেন্ট ইউনিটের ব্যবস্থাপনায় শুরু হলো চতুর্থ বর্ষের জেলা সৃষ্টিশ্রী মেলা, মেলা উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠানের আগে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রাতে জেলার বিভিন্ন আঙ্গিকের লোক শিল্পীরা ও কুশমন্ডির মুখাশিল্পীরাও অংশগ্রহণ করেন। জেলার বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে জেলাশাসক বালাসুব্রমানিয়ান টি ফিতে কেটে ও প্রদীপ প্রজ্জলন করে এই মেলার শুভ উদ্বোধন করেন। জেলার গ্রামীণ মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীর উৎপাদিত বিভিন্ন পণ্যের বিপুল সম্ভারের প্রদর্শনীর পাশাপাশি বিক্রয়ের ব্যবস্থা করা হয়েছে এই মেলাতে। জেলার গ্রামীণ মহিলাদের আর্থিক স্বনির্ভরতা অর্জন ও বিকাশের লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়েছে। মেলায় মোট ৮৫ টি স্টল দেওয়া হয়েছে, তার মধ্যে ৭৫ টি স্বনির্ভর গোষ্ঠীর স্টল এবং ১০ টি বিভিন্ন সরকারি স্টল আছে। আগামী ২১ শে ডিসেম্বর রবিবার পর্যন্ত মোট দশদিনব্যাপী এই মেলা চলবে। মেলা প্রতিদিন বিকাল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত চলবে। মেলায় প্রতিদিন সন্ধ্যায় সংস্কৃতিক মঞ্চে নানা অনুষ্ঠান ও প্রদর্শনীর আয়োজন করা হবে।

