সারা রাজ্যব্যাপী সিপিআইএমের শুরু হল বাংলা বাঁচাও যাত্রা। এদিন নদীয়াতে সভায় যোগদানের পর নদীয়ার নবদ্বীপ থানার অন্তর্গত স্বরুপগঞ্জ ঘাট থেকে পদযাত্রা করলেন সিপিআইএম নেত্রী দীপশীতা ধর। স্বরুপগঞ্জ কলাতলার মোড়ে কর্মীসভায় যোগ দিয়ে সেখান থেকে বিপুল পরিমাণে সিপিআইএম কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে পদযাত্রা করে চলে আসেন নবদ্বীপ স্বরুপগঞ্জ ঘাটে। এরপর সেখান থেকে দীপশিখা ধর ও সকল সিপিআইএমের স্থানীয় নেতা-নীতি এবং কর্মীরা মিলে সরবগঞ্জ হাট থেকে নৌকা করে নবদ্বীপে। এবং নবদ্বীপে রাতে কর্মীসভায় যোগদান করবেন সিপিআইএম নেত্রী দিপ্সিতা ধর এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত।
একটি মন্তব্য পোস্ট করুন
0মন্তব্যসমূহ
3/related/default

