ট্রেনে করে আত্মীয় বাড়ি যাওয়ার পথে ভারতীয় জিআরপির হাতে গ্রেফতার তিন মহিলা বাংলাদেশী অনুপ্রবেশকারী
By -Prathamalorbarta
ডিসেম্বর ০১, ২০২৫
0
ট্রেনে করে কাগদীপ যাওয়ার পথে নদীয়ার রানাঘাট জিআরপির হাতে গ্রেফতার ৩ বাংলাদেশি মহিলা। সূত্রের খবর, শনিবার রাতে গোপন সূত্রে রানাঘাট জিআরপি খবর পায় ট্রেনে করে ৩ বাংলাদেশি মহিলা কাগদীপ যাওয়ার চেষ্টা করে। আর এর পরই রানাঘাট জিআরপি অভিযান চালিয়ে ওই তিন বাংলাদেশি মহিলাকে গ্রেফতার করে। ধৃতদের সাথে একটি শিশুও ছিল।
পুলিশ সূত্রে খবর, নপিয়াখালীর বাসিন্দা তিন মহিলা সীমান্ত পেরিয়ে বেআইনি ভাবে ভারতে প্রবেশ করে ভারতের কাগদীপে আত্মীয়ের বাড়ী বেড়াতে যাচ্ছিল। রবিবার রানাঘাট আদালতে তুললে বিচারক ধৃতদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। অন্যদিকে ওই তিন বাংলাদেশীকে ভারতে আশ্রয় দেওয়া ও কাগদীপ যেতে সাহায্য করার অভিযোগে এক ভারতীয় দালালকেও গ্রেফতার করেছে পুলিশ। ধৃতকে রবিবার রানাঘাট জিআরপি নিজেদের হেফাজতে চেয়ে রানাঘাট আদালতে তুললে বিচারক তাকে ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।