আচার্য্য শ্রীমৎ সর্ব্বেশ্বর গোস্বামী গুরু মহারাজ প্রতিষ্ঠিত বৈষ্ণব বেদান্ত মিশন বালুরঘাট শাখার পক্ষ থেকে আজ মনিমেলা স্কুলে আচার্য্য শ্রীমৎ সর্ব্বেশ্বর গোস্বামী গুরু মহারাজের ৮৮ তম জন্মজয়ন্তী উৎসব উদযাপিত হলো।
আজ দুপুরে গুরু মহারাজের পুজোর পাশাপাশি ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করা হলো। এছাড়াও বৈষ্ণব বেদান্ত মিশনের পক্ষ থেকে একশো জন দুঃস্থকে মধ্যাহ্নকালীন প্রসাদ দেওয়ার পাশাপাশি কম্বল বিতরণ করা হলো। এইদিন বিকেলে স্কুল প্রাঙ্গনে গুরু মহারাজের পাঠ প্রজেক্টরের মাধ্যমে ভক্তদের দেখানো হয়। উৎসবে হাওড়া বীরশিবপুর বৈষ্ণব বেদান্ত মঠের আচার্য্য গুরু মহারাজের পুত্র সঞ্জীবন গোস্বামী উপস্থিত ছিলেন ।

