পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা। আজ সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রের কড়া নজরদারির মধ্য দিয়ে শুরু হয়েছে
By -Prathamalorbarta
ডিসেম্বর ০১, ২০২৫
0
পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা। আজ সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রের কড়া নজরদারির মধ্য দিয়ে শুরু হয়েছে। এ বছর ১১ হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগের জন্য রাজ্যজুড়ে অসংখ্য পরীক্ষা কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।
পরীক্ষার স্বচ্ছতা, সুরক্ষা ও নির্বিঘ্ন পরিচালনার উদ্দেশ্যে প্রশাসন একাধিক ব্যবস্থা গ্রহণ করেছে।সকাল থেকেই পরীক্ষার্থীরা দূর দূরান্ত থেকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে শুরু করেন। নদিয়াসহ রাজ্যের বিভিন্ন জেলায় স্কুল কলেজে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সূত্রের খবর, এ বছরের নিয়োগ প্রক্রিয়ায় কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। বিশেষত সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ এবং অন্যান্য সহযোগী বাহিনীর সদস্যরাও এবার কনস্টেবল নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।
তবে সংরক্ষিত আসনের নিয়ম আগের মতোই বহাল থাকছে বলে জানা গেছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য সকাল আটটা থেকে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে ! পরীক্ষার্থীদের দশটা পর্যন্ত চলবে এই প্রক্রিয়া এবং বেলা বারোটায় শুরু হবে পরীক্ষা ।