সিনেমার টানে হঠাৎ নন্দনে, ‘প্রত্যেক বছর আরও বড় হবে ফিল্ম ফেস্টিভ্যাল
By -Prathamalorbarta
নভেম্বর ১২, ২০২৫
0
পয়লা দিন থেকেই সিনেপ্রেমীদের ভিড়ে জমজমাট সিনেমার পীঠস্থান নন্দন। মঙ্গলবারও তার ব্যতিক্রম হয়নি। তবে এদিন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আরও বিশেষ হয়ে ওঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে।
বিকেল পাঁচটা নাগাদ আচমকাই নন্দনে পৌঁছলেন মুখ্যমন্ত্রী। সিনেঅনুরাগীদের কাছে এ যেন পরমপ্রাপ্তি। কারণ ছবি দেখতে এসে মুখ্যমন্ত্রীর এহেন ‘সারপ্রাইজ ভিজিট’ তাঁদের কাছেও ছিল আশাতীত! এরপর নন্দন চত্বর ঘুরে দেখার পাশাপাশি সিনে উৎসবের কলাকুশলীদের সঙ্গেও দেখা করলেন তিনি।