ভারতে নয়, এবারও আইপিএলের নিলামপর্ব অনুষ্ঠিত হতে পারে বিদেশের মাটিতে। গত দুই সংস্করণের নিলাম হয়েছে যথাক্রমে দুবাই এবং জেড্ডায়।
এবারও মধ্য প্রাচ্যের তিন দেশ ছিল দৌড়ে। যেখানে একঝাঁক ভারতীয় ও বিদেশি ক্রিকেটারের ভবিষ্যৎ নির্ধারিত হওয়ার কথা। সেই তালিকায় সংযুক্ত আরব আমিরশাহী এগিয়ে আছে বলেই খবর।