এসিপি এবং জয়েন্ট সিপি পদমর্যাদার আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা।

Prathamalorbarta
By -
0

আজ কলকাতার ৭৮টি থানার ওসি, এসি, ডেপুটি কমিশনার, এসিপি এবং জয়েন্ট সিপি পদমর্যাদার আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। বৈঠক থেকে একগুচ্ছ নির্দেশিকা দেওয়া হয়েছে। কাশ্মীর ও আফগানিস্তান থেকে আগতদের বিষয়ে থানাগুলিকে যাবতীয় তথ্য রাখার নির্দেশ। পাশাপাশি, বর্তমানে কলকাতায় রয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দল। দুই দলের প্লেয়ারদের জন্য বাড়তি সতর্কতার নির্দেশ দেওয়া হয়েছে। কেউ যেন বাংলাদেশ, নেপালের পরিস্থিতির সুযোগ নিতে না পারেন, গোয়েন্দা আধিকারিকদের কড়া নজরদারির নির্দেশ লালবাজারের।



একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)