জনসাধারণের এস আই আরের ফর্ম ফিলাপের জন্য সকাল নয়টা থেকে রাত্রি নয়টা পর্যন্ত বারো ঘন্টা ব্যাপী একদিনের স্পেশাল ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে

Prathamalorbarta
By -
0

আজ ২৫শে নভেম্বর মঙ্গলবার  বালুরঘাট পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি মহেশ পারখের উদ্যোগে উনিশ নম্বর ওয়ার্ডের নারায়নপুরে শান্তি কলোনিতে বিশ্বভারতী ক্লাব এলাকাতে ৩৯ নম্বর পার্টে  জনসাধারণের এস আই আরের ফর্ম ফিলাপের জন্য সকাল নয়টা থেকে রাত্রি নয়টা পর্যন্ত বারো ঘন্টা ব্যাপী একদিনের স্পেশাল ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। এছাড়াও পৌর প্রতিনিধি মহেশ পারখের উদ্যোগে তার জনসংযোগ কার্যালয়ে প্রতিদিন সকাল নয়টা থেকে রাত্রি নয়টা পর্যন্ত নিয়মিত জনসাধারণের এস আই আরের ফর্ম ফিলাপ চলার পাশাপাশি ওই ওয়ার্ডের জনসাধারণের এস আই আরের ফর্ম ফিলাপের সুবিধার জন্য গীতাঞ্জলি মার্কেট ও রেনেসাঁস ক্লাব এলাকাতে ২০০২ সালের তৎকালীন ভোটারদের নামের তালিকা ফ্লেক্সে ব্যানারের মাধ্যমে টাঙানো হয়েছে।



একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)