বালুরঘাটে শীত পড়তে শুরু করেছে। শীতকাল মানেই বালুরঘাটের ঐতিহ্যবাহী এক্সপো মেলা।

Prathamalorbarta
By -
0

বালুরঘাটের পুরাতন হাই স্কুলের ময়দানে আগামী ২৮শে নভেম্বর শুক্রবার থেকে শুরু হচ্ছে এক্সপো মেলা। এই মেলার এবছর ৩২ তম বর্ষ। এই মেলাতে এবছর একশোরও বেশি স্টল থাকবে। প্রতিবছরের মতো এবছরও মেলাতে নাগরদোলা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি ভিন্ন রাজ্য থেকেও হস্তজাত কুটির শিল্প ও মহিলাদের সাজানোর বিভিন্ন রকমারি দ্রব্যের বিক্রয়ের স্টলের পাশাপাশি বিভিন্ন খাদ্যদ্রব্যের বিক্রয়ের স্টল থাকবে। অন্যান্য বারের মতো এবারও এই মেলা একমাসব্যাপী চলবে।



একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)