রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের পক্ষ থেকে হিলিতে সামাজিক সদ্ভাব কার্যক্রম অনুষ্ঠিত হলো

Prathamalorbarta
By -
0

২৩শে নভেম্বর রবিবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের পক্ষ থেকে দক্ষিণ দিনাজপুর জেলার হিলিতে সামাজিক সদ্ভাব কার্যক্রম অনুষ্ঠিত হলো। দক্ষিণ দিনাজপুর জেলার অন্যান্য ব্লকের মতো হিলি ব্লকেও এই কার্যক্রম হয়। এই সামাজিক সদ্ভাব কার্যক্রমের মূল উদ্দেশ্যই হলো হিন্দু সমাজের বিভিন্ন জাতপাতের মধ্যে ভেদাভেদ দূরীকরণ। জাতপাতের ঊর্ধ্বে উঠে সকলকে এক হিন্দু সমাজের অভিন্ন ভাবদর্শনে ভাবিত করানোর উদ্দেশ্যই হল সামাজিক সদ্ভাবের মুখ্য বিষয়। জন্মগত বর্ণাশ্রম নয় কর্মগত বর্ণাশ্রমই যে সনাতন সমাজের মূল ভিত্তি হয়। সমাজের প্রত্যেকের মধ্যে পঞ্চ পরিবর্তন ও পারস্পরিক সৌভ্রাতৃত্ববোধ জাগরণের মাধ্যমে রাষ্ট্র আরাধন প্রভৃতি বিষয়ে মূল বক্তব্য রাখেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সহ সরকার্যবাহ রামদত্ত চক্রধরজী,

স্বাগত ভাষন দেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের উত্তরবঙ্গ প্রান্ত প্রান্ত সঙ্ঘচালক ঋষিকেশ সাহা। ৭৪ জন পুরুষ এবং ৪২ জন মহিলা মোট ১১৬ জন এই সামাজিক সদ্ভাব কার্যক্রমে উপস্থিত ছিলেন। সামাজিক সদ্ভাব কার্যক্রমে ৩২টি জাতি বিরাদরী থেকে পাঁচটি মন্ডল থেকে এসেছিল।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)