নভেম্বরে আর ফিরবে না শীতের আমেজ, অকাল বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলা
By -Prathamalorbarta
নভেম্বর ২২, ২০২৫
0
রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যে হালকা শীতের অনুভূতি মিলছিল, তা খুব তাড়াতাড়ি আর ফিরছে না। আবহাওয়া দফতর জানিয়েছে, ডিসেম্বরের প্রথম সপ্তাহের আগে শীত জোরালো হওয়ার সম্ভাবনা নেই। আপাতত রবিবার পর্যন্ত তাপমাত্রা বাড়বে প্রায় গোটা দক্ষিণবঙ্গে।
সোমবার থেকেই বাতাসে বাড়তে থাকবে জলীয় বাষ্প এবং এর জেরেই ডিসেম্বরের আগে ফের গরমের ভাব অনুভূত হতে পারে। কলকাতার তাপমাত্রাও ইতিমধ্যেই ৩০ ডিগ্রি ছাড়িয়েছে।