বয়স বাড়ার সঙ্গে ত্বকে বলিরেখা পড়া বা নিস্তেজ ভাব দেখা দেওয়া স্বাভাবিক। কিন্তু অনেকের ক্ষেত্রে অকালেই বার্ধক্যের ছাপ ফুটে ওঠে। বিশেষজ্ঞদের মতে, এর অন্যতম প্রধান কারণ খাবারের অভ্যাস। প্রতিদিনের মেনুতে থাকা কিছু খাবার শরীরে ইনফ্ল্যামেশন বাড়ায় এবং কোলাজেন নষ্ট করে। ফলে ত্বক হারায় তার ইলাস্টিসিটি ও আর্দ্রতা—আর দেখা দেয় ঝুলে পড়া চামড়া, বলিরেখা ও ডাল ভাব।
প্রতিদিনের মেনুতে থাকা এই ৫ খাবারই আপনার ত্বকের অকাল বার্ধ্যকের জন্য দায়ী!
By -
নভেম্বর ২২, ২০২৫
0
Tags:

