শীত পড়তেই চারিদিকে যেমন ঠাণ্ডা অনুভুতি তেমনি শীতের ওম মেখে নানা অনুষ্ঠান

Prathamalorbarta
By -
0

শীত পড়তেই চারিদিকে যেমন ঠাণ্ডা অনুভুতি তেমনি শীতের ওম মেখে নানা অনুষ্ঠান নানা উৎসবে মাখামাখি হয়। আর সেখানে নানা ফুলের বাহার, নানা ধরণের ফুল চারিদিকে একটা অন্য পরিবেশের সৃষ্টি করে। নদিয়ার রানাঘাট ধানতলায় ফুলের চাষের জন্য বিখ্যাত। এখানে অধিকাংশই সাধারণ মানুষ ফুল চাষে আবদ্ধ। এখানে অধিকাংশ চাষী ফুল চাষ এর সঙ্গে যুক্ত। 

এখানে চাষীরা ধান, গম, পাট চাষ না করে ফুল চাষ করে থাকেন। আর ধানতলা অঞ্চলের ফুল রাজ্যের মধ্যে একটা ফুল চাষে পরিচিতি পেয়ে গেছে। এখানকার ফুল রাজ্যের বিভিন্ন জায়গায় যেমন যায় তেমনি বিদেশেও এই ফুল যায়।নেপাল, ভুটান সহ বিমানপথে কিংবা সড়ক পথে এই ফুল যায়। তবে এই বছর শীত পড়লেও তেমন ভাবে ফুল চাষ করা যাচ্ছে না তার কারণ এই বছর বেশি বৃষ্টিতে নিচু জমি গুলিতে যেমন জল জমে চাষের সমস্যা তৈরি হয়েছে তেমনি ফুলের ক্ষতি ও গাছের ক্ষতি হয়েছে।

 ফলে সমস্যায় পড়েছেন এখানকার চাষীরা। রজনী, গোলাপ, গাদা, চন্দ্রমল্লিকা সহ নানা ফুলের গাছে ব্যপক ক্ষতি হয়েছে। এই বছর ফুলের চাহিদা থাকলেও উচু জমিতে যেসব ফুলের চাষ হচ্ছে সেই সব জায়গায় ফুল হলেও অধিকাংশ নিচু জমিতে ফুল চাষ করতে সমস্যায় পড়তে হচ্ছে ফুল চাষী দের।

Tags:

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)