বালুরঘাট টাউন ক্লাবের ১২৫ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে টাউন ক্লাবের নিজস্ব ময়দানে গত ১৮ই নভেম্বর মঙ্গলবার থেকে স্থানীয় ও বহিরাগত দল মিলে মোট দশটি দলের শম্ভু বিশ্বাস মেমোরিয়াল চ্যাম্পিয়ন ট্রফি ও অমুল্য নাথ অধিকারী মেমোরিয়াল রানার্স ট্রফি নক আউট টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ শুরু হয়েছিল, ২৩শে নভেম্বর রবিবার সন্ধ্যায় সেই টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হল।
ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে বালুরঘাট পৌরসভার পৌরাধ্যক্ষ অশোক কুমার মিত্র, পৌরাধ্যক্ষ পরিষদের সদস্য বিপুল কান্তি ঘোষ, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ড: সুদীপ দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বর্ধন প্রাঙ্গণ আর সি জলপাইগুড়ি এবং পতিরাম ফাইন হার্ট ফাইনাল খেলায় একে অপরের বিরুদ্ধে মাঠে নামে। বর্ধন প্রাঙ্গণ আর সি জলপাইগুড়ি ফাইনাল খেলায় জয়লাভ করে। বালুরঘাট টাউন ক্লাবের পক্ষ থেকে ফাইনাল খেলার শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বর্ধন প্রাঙ্গণ আর সি জলপাইগুড়িকে চ্যাম্পিয়ন ট্রফি ও এক লক্ষ পঁচিশ হাজার টাকার চেক এবং পতিরাম ফাইন হার্টকে রানার্স ট্রফি ও এক লক্ষ টাকার চেক দেওয়া হয়।

