ভারত সরকারের মেরা যুবা ভারত (মাই ভারত) দক্ষিণ দিনাজপুরের তত্ত্বাবধানে ভারতরত্ন লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলের দেড়শো তম জন্মজয়ন্তীতে মালঞ্চা থেকে বালুরঘাট পর্যন্ত একতা যাত্রা

Prathamalorbarta
By -
0

ভারত সরকারের মেরা যুবা ভারত (মাই ভারত) দক্ষিণ দিনাজপুরের তত্ত্বাবধানে ভারতরত্ন লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলের দেড়শো তম জন্মজয়ন্তীতে আজ বিকেলে মালঞ্চা মাঠ থেকে বালুরঘাট পাবলিক বাসস্ট্যান্ড পর্যন্ত একতা যাত্রা অনুষ্ঠিত হলো। 

কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ড: সুকান্ত মজুমদার, বালুরঘাট বিধানসভার বিধায়ক ড: অশোক কুমার লাহিড়ী, তপন বিধানসভার বিধায়ক বুধরাই টুডু এবং ভারত সরকারের মেরা যুবা ভারত (মাই ভারত) - এর পক্ষ থেকে দক্ষিণ দিনাজপুর জেলার ইউথ অফিসার সৌরভ বর্মন, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট রাজেন্দ্র দাস ও মৌসুমী হালদার সহ অন্যান্য ব্যক্তিরা এই বিশেষ কর্মসূচিতে উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ড: সুকান্ত মজুমদার আজকের একতা যাত্রার শুরুতে সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করে সকলকে শপথ বাক্য পাঠ করান।



 একথা যাত্রাটি মালঞ্চা থেকে বালুরঘাটে আসার পথে হিলি মোড়ে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান সুকান্ত মজুমদার। পাবলিক বাসস্ট্যান্ডে একতা যাত্রাটি আসার পর সর্দার বল্লভভাই প্যাটেলের দেড়শো তম জন্মজয়ন্তীকে শ্রদ্ধা জানিয়ে একটি পথসভাও অনুষ্ঠিত হয়। সুকান্ত মজুমদার জানিয়েছেন - সর্দার বল্লভভাই প্যাটেলের দেড়শো তম জন্মজয়ন্তীতে দক্ষিণ দিনাজপুর জেলায় আজ সতেরোই নভেম্বর থেকে আগামী উনিশে নভেম্বর পর্যন্ত এই তিনদিন জেলার তিন জায়গা থেকে একতা যাত্রার আয়োজন করা হবে। ভারত সরকারের মেরা যুবা ভারত (মাই ভারত) দক্ষিণ দিনাজপুরের তত্ত্বাবধানে এই তিন দিনের একতা যাত্রা তিন থেকে পাঁচ কিলোমিটার করে একতা যাত্রা করা হবে। এই একতা যাত্রা অনুষ্ঠিত হবে সমস্ত বিধানসভার মধ্য দিয়ে।

 আজ সতেরোই নভেম্বর মালঞ্চা থেকে বালুরঘাট পর্যন্ত, আগামীকাল আঠারোই নভেম্বর পাগলিগঞ্জ থেকে পতিরাম চৌরঙ্গী মোড় পর্যন্ত এবং পরশুদিন উনিশে নভেম্বর হরিরামপুরের ধূমসাদীঘি থেকে বুনিয়াদপুর বাস স্ট্যান্ড অবধি এই একতা যাত্রা অনুষ্ঠিত হবে। রাজ্যের প্রতিটি জেলা থেকে দুইজন করে যুব প্রতিনিধিকে বেছে নেওয়া হবে। এদের মূল কেন্দ্র থেকে নিয়ে যাওয়া হবে গুজরাটের সর্দার প্যাটেলের পৈতৃক গ্রাম করমসাদে। সেখান থেকে গুজরাটের কেভাড়িয়ায় স্ট্যাচু অফ ইউনিটি পর্যন্ত হবে দীর্ঘ একতা যাত্রায় তারা অংশগ্রহন করবে। ভারতরত্ন লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলের দেড়শো তম জন্মজয়ন্তী পালনের মূল উদ্দেশ্যই হল দেশের ঐক্যতা বজায় রাখার পাশাপাশি যুবসমাজের জন্য মাদকমুক্ত ভারতের অঙ্গীকার, স্বদেশী পণ্য গ্রহণের প্রচারের জন্য প্রচুর মানুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এই একতা যাত্রার মাধ্যমে দেশপ্রেম ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়া।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)