বালুরঘাটে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রমুখ নাগরিক সভা

Prathamalorbarta
By -
0

বালুরঘাট মহকুমার অন্তর্গত বালুরঘাট নগরে স্থিত রেণুকা লজে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রমুখ নাগরিক সভা আয়োজিত হয়। 

সমাজের বিভিন্ন ক্ষেত্র থেকে আগত প্রায় ১৭০ জন প্রমুখ ব্যক্তিত্বদের নিয়েই মূলতঃ এই কার্যক্রমের আয়োজন। এই কার্যক্রমে প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের  পূর্ব ক্ষেত্র সহ ক্ষেত্র প্রচার প্রমুখ জিষ্ণু বসু।

কার্যক্রমের শুরুতে প্রদীপ প্রজ্জ্বলন ও পুষ্পাঞ্জলি অর্পণ করেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের জেলা সঙ্ঘচালক রবিকান্ত বর্মন ও জিষ্ণু বসু। প্রমুখ নাগরিকদের উদ্দেশ্যে কার্যক্রমের শুরুতে ভূমিকা আকারে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের উৎপত্তির সংক্ষিপ্ত ইতিবৃত্ত ও সঙ্ঘের শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে , সঙ্ঘের পক্ষ থেকে সমাজের প্রতি পঞ্চ পরিবর্তনের বার্তা উপস্থাপনা করেন রবিকান্ত বর্মন। 

প্রধান অতিথির রূপে পরবর্তী বক্তা জিষ্ণু বসু --  বাঙালি জাতির অতীত গৌরবের ইতিহাস , বাঙালির বর্তমান করুণ অবস্থা ও পঞ্চ পরিবর্তনের নিরিখে বাঙালির ভবিষ্যতের কর্তব্য নির্ধারণের মাধ্যমে বাঙালি-হিন্দু সমাজের মধ্যে নব জাগরণের প্রেরণাদায়ক বার্তা উপস্থাপন করেন। পরিশেষে রাষ্ট্রগীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সমাপ্তি ঘটে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)