এসএসসি নবম-দশম ও একাদশ-দ্বাদশের নতুন চাকরিপ্রার্থীরা আজ বিকাশভবন অভিযান করছে৷ দাবিগুলি

Prathamalorbarta
By -
0

1. শিক্ষকদের শিক্ষাদানের অভিজ্ঞতা 10  নম্বর (Teaching Experience Number) কোনোভাবেই কোনো In-service শিক্ষকদের দেওয়া যাবে না। ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের অনুচ্ছেদ ১৬ নম্বর ধারা অনুসারে সকলকে সমান অধিকার দিতে হবে।
2. SLST -2 এর  আপ-টু-ডেট শূন্যপদ বৃদ্ধি করতে হবে।
৩. সকল কল- ফর- ভেরিফিকেশন পরীক্ষা প্রার্থীদের অরজিনাল OMR জনসমক্ষে আনতে হবে এই সব দাবী নিয়েই করুণাময়ী থেকে বিকাশভবন অভিযান তাদের।



Tags:

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)