১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীরা বাড়ি গিয়ে এস আই আরের ফর্ম উনাদের ফর্ম ফিলাপ করে দেন।

Prathamalorbarta
By -
0

এস আই আরের ফর্ম ফিলাপ চলছে। বালুরঘাট পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের গীতাঞ্জলি পাড়ার বাসিন্দা প্রাণেশ নাথ রায় ও উনার স্ত্রী দীপিকা রায় দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত অসুখে ভোগার কারণে বাড়ির বাইরে ঠিকমতো যেতে পারেন না। তাই উনারা কিভাবে এস আই আরের ফর্ম ফিলাপ করতে হবে বুঝতে পারছিলেন না। উনারা এই বিষয়টি বালুরঘাট পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি মহেশ পারখকে জানালে, মহেশ বাবু উনাদের আশ্বস্ত করেন যে তার ওয়ার্ডের কর্মীরা বাড়ি গিয়ে উনাদের ফরম ফিলাপ করে দেবেন। আজ সন্ধ্যায় মহেশ বাবুর নির্দেশে ও উনাদের অনুমতিতে ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীরা বাড়ি গিয়ে উনাদের ফর্ম ফিলাপ করে দেন।



একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)