এস আই আরের ফর্ম ফিলাপ শুরু হওয়ার পর থেকে বালুরঘাট পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি শিখা

Prathamalorbarta
By -
0

এস আই আরের ফর্ম ফিলাপ শুরু হওয়ার পর থেকে বালুরঘাট পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি শিখা মহন্ত সাহা চৌধুরী উদ্যোগে কমিউনিটি হলের পাশে মঞ্চ করে সারাদিনব্যাপী জনসাধারণের এস আই আরের ফর্ম ফিলাপ চলছে। ওই মঞ্চ থেকে পৌর প্রতিনিধি শিখা মহন্ত সাহা চৌধুরী এবং ওই ওয়ার্ডের কর্মীরা মিলে জনসাধারণের এস আই আরের ফর্ম ফিলাপ করে দেওয়ার পাশাপাশি ওই ওয়ার্ডের যে সমস্ত জনসাধারণ নিজেরাই এস আই আরের ফর্ম ফিলাপ করছে তাদের ফর্ম ফিলাপ ঠিকমতো হয়েছে কিনা সেই বিষয়গুলিও দেখে দিচ্ছে এবং ভুল থাকলে তা ঠিকও করে দিচ্ছেন।



একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)