৫৪ কেজি গাঁজা সহ চার ব্যক্তিকে গ্রেফতার করলো নবদ্বীপ থানার পুলিস
By -Prathamalorbarta
নভেম্বর ০৩, ২০২৫
0
নদীয়া: ধৃতদের মধ্যে দুজন পুরুষ নবদ্বীপের বাসিন্দা এবং দুজন মহিলা জলপাইগুড়ির বাসিন্দা। উদ্ধার করা গাঁজার বাজার মূল্য আনুমানিক আট লক্ষ টাকা। ৬টি ব্যাগে ছিল এই উদ্ধার করা গাঁজা। পুলিশ চারটি মোবাইল ও একটি স্কুটি বাজেয়াপ্ত করেছে এই ঘটনায়। গোপন সূত্রে খবর পেয়ে আজ সকালে পুলিশ রেলওয়ে রিক্রিয়েশন মাঠ সংলগ্ন এলাকায় চারজন সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে উদ্ধার করে এই গাঁজা। গ্রেফতার হওয়া ব্যক্তিদের নাম কাশীনাথ পাল, গণেশ মজুমদার,, গৌরী সরকার, ও দেবী রায়।