বালুরঘাটে সুকন্যা'স ফ্যাশন একাডেমি অ্যান্ড মডেলিং স্টুডিও আয়োজিত ইন্ডিয়া আইকনিক মডেল ২০২৫ সেশন টু অনুষ্ঠিত হলো
By -Prathamalorbarta
নভেম্বর ০৩, ২০২৫
0
২ রা নভেম্বর রবিবার সন্ধ্যায় বালুরঘাটে নারায়ণপুর স্কুলের আশেপাশের ময়দানে সুকন্যা'স ফ্যাশন একাডেমি অ্যান্ড মডেলিং স্টুডিওর কর্ণধার সুকন্যা শীল আয়োজিত ইন্ডিয়ান আইকনিক মডেল ২০২৫ সেশন টু অনুষ্ঠিত হলো।
অনুষ্ঠানে ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ প্রধান অতিথির আসন অলংকৃত করে আমন্ত্রিত অতিথিদের পাশে থেকে মঞ্চে প্রদীপ প্রজ্জলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন, ডিএসপি হেডকোয়ার্টার এদিন সংগীত পরিবেশন করে সকলকে মুগ্ধ করেন। বালক - বালিকা, কিশোর - কিশোরী, গৃহবধূ, রূপান্তরকামী ও ট্রাইবেলদের মিলে মোট পাঁচটি বিভাগে এই মডেলিং প্রতিযোগিতার আয়োজন করা হয়। দক্ষিণ দিনাজপুর জেলার পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে এই প্রতিযোগিতায় মোট ৭০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। পেশাদার মডেলাররা অনুষ্ঠানে উপস্থিত থেকে রেম্পে হাটে। প্রতিযোগিতা উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
অনুষ্ঠান মঞ্চ থেকে মেকআপ আর্টিস্ট, বিচারক, বিশিষ্ট অতিথিদের এবং জেলার সাংবাদিক সংস্থাদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। প্রতিযোগিতায় সফল প্রতিযোগীদের সংস্থার পক্ষ থেকে ভবিষ্যতে মডেলিং পেশার পাশাপাশি সিনেমায় অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়া হয়, এমনটাই জানালেন সুকন্যা'স ফ্যাশন একাডেমি অ্যান্ড মডেলিং স্টুডিওর কর্ণধার সুকন্যা শীল। দক্ষিণ দিনাজপুর জেলাবাসীকে ফ্যাশন শো সম্পর্কে জানানোর পাশাপাশি মঞ্চ থেকে ভালো মডেলার উঠে আসুক এবং সর্বভারতীয় স্তরে ভালো কাজের মাধ্যমে তাদের পরিচিত করানো লক্ষ্যেই ফ্যাশন শোটি এবং অ্যাওয়ার্ড শোটি আউটডোরে আয়োজন করা হয়।