জাল নথি দেখিয়ে পাসপোর্ট তৈরির অভিযোগে ইডি হানা দেয়

Prathamalorbarta
By -
0

নদীয়া: সোমবার সকালে নদিয়ার চাকদা থানার পরারি গ্রামে বিপ্লব সরকার এবং তার ভাই বিপুল সরকারের বাড়িতে সাত সকালে ইডি হানা। জাল নথি দেখিয়ে পাসপোর্ট তৈরির অভিযোগে ইডি হানা দেয়। পেশায় একজন রাজমিস্ত্রি আরেকজন কাঠমিস্ত্রি। ইডির আধিকারিকরা তিনজনকে আটক করে নিয়ে যায়। বিনন্দ সরকার এবং তার দুই ছেলে বিপ্লব ও বিপুল সরকার। সুত্রে জানা গেছে,আটক করা হয়েছে বেশ কিছু পাসপোর্ট, কাগজপত্র



একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)