সারা বছর ধরে নাকা চেকিং হলেও দিল্লি বিস্ফোরণ ঘটনার পর কাল রাত থেকেই
By -Prathamalorbarta
নভেম্বর ১২, ২০২৫
0
সারা বছর ধরে নাকা চেকিং হলেও দিল্লি বিস্ফোরণ ঘটনার পর কাল রাত থেকেই রানাঘাট জেলা পুলিশের বিভিন্ন জায়গায় বাড়তি সতর্কতা নাকা চেকিং চলছে।। হোটেল রেস্তোরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং হাসপাতাল সর্বত্রই নাকা চেকিং।দিল্লির বিস্ফোরণ ঘটনার পর সারা রাজ্য জুড়েই হাই অ্যালার্ট জারি। রানাঘাট পুলিশ জেলার পক্ষ থেকে কল্যাণী বুদ্ধপার্কে চলছে নাকা চেকিং।