এজরা স্ট্রিটে প্রথমে বৈদ্যুতিন সামগ্রীর দোকানে আগুন লাগে। বহুতলের একের পর এক দোকানে আগুন ছড়িয়ে পড়ে
By -Prathamalorbarta
নভেম্বর ১৫, ২০২৫
0
ভোরের ভয়াবহ আগুনে পুড়ে খাক হয়ে গিয়েছে আলোর মার্কেট। অত্যন্ত ঘিঞ্জি এলাকা হওয়ায় একের পর এক দমকলের ইঞ্জিন এসে পৌঁছলেও কোনওভাবেই আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না।
চারিদিকে ছড়িয়ে রয়েছে বিদ্যুতের তার। একের পর এক বৈদ্যুতিন সামগ্রীর দোকান এবং বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। লেলিহান শিখা ও কুণ্ডলীকৃত ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। যেদিকে চোখ যায়, পুরোটাই আগুনের গ্রাসে চলে গিয়েছে।