খেলার মাঠ ও খোলা আকাশের আকুতি শিশু কিশোর কিশোরী দের। আয়োজনে কথক

Prathamalorbarta
By -
0

খেলার মাঠ ও খোলা আকাশের আকুতি শিশু কিশোর কিশোরী দের। আয়োজনে কথক।১৪  নভেম্বর ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর জন্মদিন উপলক্ষে সমগ্র ভারতবর্ষের শিশু দিবস হিসেবে পালিত হয়। শিশুদের প্রতি জওহরলাল নেহেরুর প্রীতি ও ভালোবাসা সর্বজনবিদিত। সেই কারণেই তাঁর জন্মদিন শিশু দিবস হিসেবে উদযাপিত হয়।বালুরঘাটের কথক শিশু কিশোর নাট্য বিদ্যালয় শিশু কিশোর কিশোরীদের শুধু থিয়েটার চর্চায় নিমগ্ন রাখে না। ওদের শরীর ও মন যাতে বিকশিত হয় তার জন্যও নিয়মিত নানান উদ্যোগ গ্রহণ করে থাকে। সেই ভাবনা থেকেই শিশু দিবসে আমাদের একটা খেলার মাঠ দাও আমাদের দাও একটা খোলা আকাশ ' এই শিরোনামকে সামনে রেখে দিশারী ক্লাব সংলগ্ন বালুরঘাট হাই স্কুলের মাঠে খেলা হাসি- -হুল্লোড় - আবৃত্তির এক অভিনব আয়োজন করেছিল। সার কেউ নেই অথবা অন্য কোন সঙ্গী নেই। কিংবা শৈশব ডুবে আছে  মোবাইলে। আবারউঁচু উঁচু ফ্ল্যাট ও শপিং মল অনেকটাই ঢেকে দিয়েছে আকাশকে। 

নির্মল হাসি খেলার এই বিকেল ওদের মনের ভিতর একটা রোদ ঢুকিয়ে দিক। শৈশব বাঁচুক প্রাণের আনন্দে। অভিভাবক অভিভাবিকাদের কথায় আমাদের সন্তানদের প্রতি বিকেলে যদি এইভাবে সুযোগ দিতে পারতাম তাহলে অনেক সমস্যা দূর হয়ে যেত। অভিভাবিকা তনুশ্রী মন্ডল জানান নিজেদেরও ছোটবেলার কথা মনে পড়ে গেল।সমাজ ও মনোবিজ্ঞানীরা বলছেন শিশুরা যদি নিয়মিত খেলার মাঠে আসে তাহলে ওদের মধ্যে একসাথে বেড়ে ওঠার, একে অপরকে সহযোগিতা করার এবং হেরে গেলেও হার- জিত স্বাভাবিক ধরার মানসিকতা তৈরি হতো। একাকীত্ব বা মানসিক সংকট অনেক কমে যেত।উদ্যোক্তা কথক শিশু কিশোর নাটক বিদ্যালয়ের সম্পাদক তুহিনশুভ্র মণ্ডলের কথায় ' খেলার মাঠ ও খোলা আকাশ শিশু কিশোর কিশোরী দের নতুন জীবন দিতে পারে তাই এই আয়োজন। ওদের বলেছি প্রতিদিন এইভাবে বাঁচতে।'

Tags:

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)