নভেম্বর শেষেও দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীতের দেখা নেই। কলকাতাসহ রাজ্যের বেশিরভাগ জেলায় দিনভর শীতের আভাস মিললেও রাতের পারদ বাড়ছে ঘূর্ণিঝড় ‘দিটওয়ায়’-এর প্রভাবে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণ-পশ্চিম উপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ায় তাপমাত্রায় ওঠানামা হচ্ছে।
ফলে আগামী দু’তিন দিনে দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি বৃদ্ধি পেতে পারে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২৮ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৯ ডিগ্রির কাছাকাছি থাকবে। উপকূলবর্তী জেলাগুলিতে সকালের দিকে কুয়াশার সম্ভাবনাও বেশি।দক্ষিণবঙ্গে শীতের আগমনে দেরি হলেও উত্তরবঙ্গে শীতের আমেজ টানটান রয়ে গেছে। দার্জিলিংয়ে তাপমাত্রা প্রায় ৬ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করছে। কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় কুয়াশা পড়ার সম্ভাবনা থাকলেও সামগ্রিক আবহাওয়া থাকবে শুষ্ক। শীতের তেজ বজায় থাকলেও আগামী কয়েক দিনে তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।

